মার্ভেল -ডিসি স্টাইলের সুপারহিরো বাংলা কমিকসে কেন অপ্রাসঙ্গিক?
যদি কখনো ঢাকায় বা গ্রামে কোন সুপারহিরোকে প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে উড়তে দেখেন তাহলে কেমন দেখাবে? আর যাই হোক, নিশ্চয়ই স্বস্তিকর নয়।
আমেরিকান বা জাপানিজ কমিক্সে যেরকম শহরে বিশালাকার দৈত্য আর সুপারহিরোর যুদ্ধ যতটা মানানসই লাগে, বাংলাদেশে ততটাই হাস্যকর মনে হয়। এর কারণ বাংলাদেশের আর্থসামাজিক আর ধর্মীয় বিশ্বাস। আমেরিকান কমিক্সে দেখা যায়, বেশিরভাগ ভিলেন বিশ্বজয়ের উদ্দেশ্যে আমেরিকায় আক্রমণ করে এবং কোন আমেরিকান হিরো তা প্রতিহত করে জনগণের বাহবা পায়। কমিক্স এবং লাইভ অ্যাকশনে এসব বাস্তবসম্মত মনে হওয়ার পেছনে আমেরিকার আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিক অগ্রগতি মূল কারণ। একই ভাবে জাপানে পুরোনো ঐতিহ্য আর মডার্ন টেকনোলজির কম্বিনেশনের কারণেও তাদের সুপারহিরো কমিক্সগুলো বাস্তবসম্মত মনে হয়। কিন্তু বাংলাদেশের এসব উপকরণের উপস্থিতি না থাকায় সুপারহিরো কমিক্স খুব একটা মানানসই লাগে না। সেদিক থেকে এদেশের ভিত্তিতে ক্রাইম থ্রিলার, ড্রামা, কমেডি আর স্লাইস ওফ লাইস ভিত্তিক কমিক্স যথেষ্ট লজিক্যাল। তাই এসব কমিক্সের বিকাশ হওয়াটা বেশি জরুরি।
-নাহিদ উল ইসলাম
আমেরিকান বা জাপানিজ কমিক্সে যেরকম শহরে বিশালাকার দৈত্য আর সুপারহিরোর যুদ্ধ যতটা মানানসই লাগে, বাংলাদেশে ততটাই হাস্যকর মনে হয়। এর কারণ বাংলাদেশের আর্থসামাজিক আর ধর্মীয় বিশ্বাস। আমেরিকান কমিক্সে দেখা যায়, বেশিরভাগ ভিলেন বিশ্বজয়ের উদ্দেশ্যে আমেরিকায় আক্রমণ করে এবং কোন আমেরিকান হিরো তা প্রতিহত করে জনগণের বাহবা পায়। কমিক্স এবং লাইভ অ্যাকশনে এসব বাস্তবসম্মত মনে হওয়ার পেছনে আমেরিকার আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিক অগ্রগতি মূল কারণ। একই ভাবে জাপানে পুরোনো ঐতিহ্য আর মডার্ন টেকনোলজির কম্বিনেশনের কারণেও তাদের সুপারহিরো কমিক্সগুলো বাস্তবসম্মত মনে হয়। কিন্তু বাংলাদেশের এসব উপকরণের উপস্থিতি না থাকায় সুপারহিরো কমিক্স খুব একটা মানানসই লাগে না। সেদিক থেকে এদেশের ভিত্তিতে ক্রাইম থ্রিলার, ড্রামা, কমেডি আর স্লাইস ওফ লাইস ভিত্তিক কমিক্স যথেষ্ট লজিক্যাল। তাই এসব কমিক্সের বিকাশ হওয়াটা বেশি জরুরি।
-নাহিদ উল ইসলাম
Indeed!!!!
ReplyDelete