দ্য কাইট রানার গ্রাফিক নভেল (বাংলা অনুবাদ)
দ্য কাইট রানার - খালেদ হোসেইনি
আফগান-আমেরিকান লেখক খালেদ হোসেইনির প্রথম উপন্যাস দ্য কাইট রানার৷ বইটি প্রকাশিত হয়েছিল ২০০৩ সালে। আফগানিস্তানের রাজতন্ত্রের পতন, পাকিস্তান - যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবাস, তালেবানের উত্থান, হাজারা জনগোষ্ঠীর দুর্দশা এসব ঘিরেই উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে৷ সর্বোপরি এটা এক বাবা আর তার ছেলের গল্প। গল্পটা দুই বন্ধুরও৷ ২০০৭ সালে মার্ক ফস্টার বইয়ের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করেন। দ্য কাইট রানার গ্রাফিক নভেল হিসেবে প্রকাশিত হয় ২০১১ সালে। গ্রাফিক নভেলটির বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশিত হবে সাইফারে।
প্রথম চার পৃষ্ঠা পড়ুন এখান থেকে...
Comments
Post a Comment